بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
47125137وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم
আর আমরা সেখানে রেখে দিয়েছিলাম এক নিদর্শন তাদের জন্য যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে।
47135138وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين
আর মূসার মধ্যেও। দেখো! আমরা তাঁকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে।
47145139فتولى بركنه وقال ساحر أو مجنون
কিন্ত সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে এবং বলেছিল -- ''একজন জাদুকর অথবা একজন পাগল।’’
47155140فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم
তখন আমরা তাকে ও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদের নিক্ষেপ করলাম অথৈ জলে, আর সে ছিল দোষী।
47165141وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم
আর 'আদ জাতির ক্ষেত্রেও। দেখো! আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক বিধ্বংসী ঝড়।
47175142ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم
এ যার উপরে এসে পড়েছিল তার কোনো কিছুই রেখে যায় নি, এটিকে তা করে দিয়েছিল ছাইয়ের মতো।
47185143وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين
আর ছামুদ-জাতির ক্ষেত্রেও। দেখো! তাদের বলা হয়েছিল -- ''কিছুকাল উপভোগ করে নাও।’’
47195144فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون
তথাপি তাদের প্রভুর আদেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, ফলে এক বজ্রনাদ তাদের পাকড়ালো, আর তারা তাকিয়ে রয়েছিল।
47205145فما استطاعوا من قيام وما كانوا منتصرين
তাদের আর দাঁড়াবার ক্ষমতা রইল না, আর তারা সাহায্যপ্রাপ্ত হতেও পারে নি।
47215146وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين
আর পূর্বকালীন নূহের লোকদলকেও। নিঃসন্দেহ তারা ছিল সত্যত্যাগী জাতি।


0 ... 461.1 462.1 463.1 464.1 465.1 466.1 467.1 468.1 469.1 470.1 472.1 473.1 474.1 475.1 476.1 477.1 478.1 479.1 480.1 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

24915558344755571189400369711368514944