بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
40453875قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين
তিনি বললেন -- ''হে ইবলিস, কী তোমাকে নিষেধ করলে তাকে সিজদা করতে, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি? তুমি কি গর্ববোধ করলে, না কি তুমি উচ্চমর্যাদাসম্পন্নদের একজন হয়ে গেছ?
40463876قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين
সে বললে -- ''আমি তার চেয়েও শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ কাদা থেকে।”
40473877قال فاخرج منها فإنك رجيم
তিনি বললেন -- ''তবে এখান থেকে তুমি বেরিয়ে যাও, কেননা তুমি অবশ্যই বিতাড়িত,
40483878وإن عليك لعنتي إلى يوم الدين
''আর নিঃসন্দেহ তোমার উপরে তো আমার অসন্তষ্টি রইবে মহাবিচারের দিন পর্যন্ত।’’
40493879قال رب فأنظرني إلى يوم يبعثون
সে বললে -- ''আমার প্রভু! তবে আমাকে অবকাশ দাও তাদের পুনরুত্থান করানোর দিন পর্যন্ত।’’
40503880قال فإنك من المنظرين
তিনি বললেন -- ''তুমি তাহলে নিশ্চয়ই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত --
40513881إلى يوم الوقت المعلوم
''সেই জানিয়ে দেওয়া সময়টির দিন পর্যন্ত।’’
40523882قال فبعزتك لأغوينهم أجمعين
সে বললে -- ''তবে তোমার মহিমা দ্বারা, আমি আলবৎ তাদের সবক’জনকে বিপথে নিয়ে যাব,
40533883إلا عبادك منهم المخلصين
''কেবলমাত্র তাদের মধ্যের তোমার খাঁটি বান্দাদের ব্যতীত।’’
40543884قال فالحق والحق أقول
তিনি বললেন -- ''তবে এটাই সত্য, আর সত্যই আমি বলছি,


0 ... 394.4 395.4 396.4 397.4 398.4 399.4 400.4 401.4 402.4 403.4 405.4 406.4 407.4 408.4 409.4 410.4 411.4 412.4 413.4 ... 623

إنتاج هذه المادة أخد: 0.03 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

608034789932135258519624655241646055596