بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
29842652وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون
আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
29852653فأرسل فرعون في المدائن حاشرين
অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
29862654إن هؤلاء لشرذمة قليلون
নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
29872655وإنهم لنا لغائظون
এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
29882656وإنا لجميع حاذرون
এবং আমরা সবাই সদা শংকিত।
29892657فأخرجناهم من جنات وعيون
অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
29902658وكنوز ومقام كريم
এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
29912659كذلك وأورثناها بني إسرائيل
এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
29922660فأتبعوهم مشرقين
অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
29932661فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون
যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।


0 ... 288.3 289.3 290.3 291.3 292.3 293.3 294.3 295.3 296.3 297.3 299.3 300.3 301.3 302.3 303.3 304.3 305.3 306.3 307.3 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

1656353014563440176440203852374547701779