بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
62131096لكم دينكم ولي دين
''তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।’’
62141101بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح
যখন আল্লাহ্‌র সাহায্য ও বিজয় আসছে,
62151102ورأيت الناس يدخلون في دين الله أفواجا
আর লোকেদের দলে-দলে আল্লাহ্‌র ধর্মে প্রবেশ করতে দেখতে পাচ্ছ,
62161103فسبح بحمد ربك واستغفره إنه كان توابا
তখন তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো ও তাঁর পরিত্রাণ খোঁজো। নিঃসন্দেহ তিনি বারবার প্রত্যাবর্তনকারী।
62171111بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب
ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!
62181112ما أغنى عنه ماله وما كسب
তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।
62191113سيصلى نارا ذات لهب
তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে --
62201114وامرأته حمالة الحطب
আর তার স্ত্রীকেও, -- ইন্ধন বহনকারিণী --
62211115في جيدها حبل من مسد
তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।
62221121بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
তুমি বলো -- ''তিনি আল্লাহ্‌, একক-অদ্বিতীয়;


0 ... 611.2 612.2 613.2 614.2 615.2 616.2 617.2 618.2 619.2 620.2 622.2 623.2

إنتاج هذه المادة أخد: 0.03 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

5394758806402950724989578939518913775