بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
57367924فقال أنا ربكم الأعلى
এবং বললো -- ''আমিই তোমাদের প্রভু, সর্বোচ্চ।’’
57377925فأخذه الله نكال الآخرة والأولى
সেজন্য আল্লাহ্ তাকে পাকড়াও করলেন পরকালের ও পূর্বের জীবনের দৃষ্টান্ত বানিয়ে।
57387926إن في ذلك لعبرة لمن يخشى
নিঃসন্দেহ এতে বাস্তব শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে।
57397927أأنتم أشد خلقا أم السماء بناها
তোমরা কি সৃষ্টিতে কঠিনতর, না মহাকাশ? তিনিই এ-সব বানিয়েছেন।
57407928رفع سمكها فسواها
তিনি এর উচ্চতা উন্নীত করেছেন, আর তাকে সুবিন্যস্ত করেছেন,
57417929وأغطش ليلها وأخرج ضحاها
আর এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন, আর বের করে এনেছেন এর দিবালোক।
57427930والأرض بعد ذلك دحاها
আর পৃথিবী -- এর পরে তাকে প্রসারিত করেছেন।
57437931أخرج منها ماءها ومرعاها
এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি।
57447932والجبال أرساها
আর পাহাড়-পর্বত -- তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন, --
57457933متاعا لكم ولأنعامكم
তোমাদের জন্য ও তোমাদের গবাদি-পশুর জন্য খাদ্যের আয়োজন।


0 ... 563.5 564.5 565.5 566.5 567.5 568.5 569.5 570.5 571.5 572.5 574.5 575.5 576.5 577.5 578.5 579.5 580.5 581.5 582.5 ... 623

إنتاج هذه المادة أخد: 0.03 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

57956143268345192832744161105917632603