بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
49375536فبأي آلاء ربكما تكذبان
তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
49385537فإذا انشقت السماء فكانت وردة كالدهان
আর যখন আকাশ বিদীর্ণ হবে এবং হয়ে যাবে রংকরা চামড়ার মতো লাল, --
49395538فبأي آلاء ربكما تكذبان
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে? --
49405539فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان
অতএব সেদিন কোনো মানুষকেই প্রশ্ন করা হবে না তার অপরাধ সন্বন্ধে, না কোনো জিনকে।
49415540فبأي آلاء ربكما تكذبان
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
49425541يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام
অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেঙ্গগুলোয়।
49435542فبأي آلاء ربكما تكذبان
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
49445543هذه جهنم التي يكذب بها المجرمون
এইটিই জাহান্নাম যেটিকে অপরাধীরা মিথ্যা বলত।
49455544يطوفون بينها وبين حميم آن
তারা ছুটাছুটি করবে এর ও ফুটন্ত পানির চারিদিকে।
49465545فبأي آلاء ربكما تكذبان
তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?


0 ... 483.6 484.6 485.6 486.6 487.6 488.6 489.6 490.6 491.6 492.6 494.6 495.6 496.6 497.6 498.6 499.6 500.6 501.6 502.6 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

4246312552203131596660885692520417953000