بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
48465362فاسجدوا لله واعبدوا
অতএব আল্লাহ্‌র প্রতি সিজদা করো এবং উপাসনা করো।
4847541بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر
ঘড়িঘন্টা সমাগত, আর চন্দ্র দ্বিখন্ডিত হয়েছে।
4848542وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر
আর যদি তারা কোনো নিদর্শন দেখে, তারা ফিরে যায় ও বলে -- ''এক জবরদস্ত জাদু।’’
4849543وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر
আর তারা প্রত্যাখ্যান করে এবং তারা তাদের খেয়ালখুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক বিষয়েরই নিস্পত্তি হয়েই গেছে।
4850544ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر
আর তাদের কাছে অবশ্য কিছুটা সংবাদ এসেই গেছে যাতে রয়েছে প্রতিষেধক --
4851545حكمة بالغة فما تغن النذر
এক সুপরিণত জ্ঞান, কিন্তু এ সতর্কীকরণ কোনো কাজে আসে না।
4852546فتول عنهم يوم يدع الداع إلى شيء نكر
কাজেই তাদের থেকে ফিরে এস। একদিন আহ্বানকারী আহ্বান করবেন এক অপ্রীতিকর ব্যাপারের প্রতি --
4853547خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر
তাদের চোখ অবনত অবস্থায়, তারা বেরিয়ে আসতে থাকবে কবর থেকে যেন তারা ছড়িয়ে পড়া পঙ্গপাল --
4854548مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر
ওরা আহবায়কের প্রতি ছুটে আসবে। অবিশ্বাসীরা বলবে -- ''এইটি বড় কঠিন দিন!’’
4855549كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر
এদের আগে নূহ-এর লোকদল সত্যপ্রত্যাখ্যান করেছিল, ফলে তারা আমাদের বান্দাকে প্রত্যাখ্যান করল ও বললে -- ''এক টি পাগল’’! আর তাঁকে অবজ্ঞা করা হয়েছিল।


0 ... 474.5 475.5 476.5 477.5 478.5 479.5 480.5 481.5 482.5 483.5 485.5 486.5 487.5 488.5 489.5 490.5 491.5 492.5 493.5 ... 623

إنتاج هذه المادة أخد: 0.03 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

477739585337397551624062937120612691304