بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
46855110قتل الخراصون
কোতল হোক মিথ্যারচনাকারীরা --
46865111الذين هم في غمرة ساهون
যারা খোদ গহবরে, বেখেয়াল!
46875112يسألون أيان يوم الدين
তারা জিজ্ঞাসা করে -- ''কবে আসবে বিচারের দিন?’’
46885113يوم هم على النار يفتنون
সেই দিনটাতে আগুনে তাদের পরীক্ষা করা হবে।
46895114ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون
''তোমাদের অত্যাচার তোমরা আস্বাদন কর। এইটিই সেই যেটি তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিল।’’
46905115إن المتقين في جنات وعيون
নিঃসন্দেহ ধর্মভীরুরা থাকবে স্বর্গোউদ্যানসমূহে ও ঝরনা-রাজিতে, --
46915116آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين
তাদের প্রভু যা তাদের দেবেন তারা তা গ্রহণ করতে থাকবে। তারা এর আগে নিশ্চয়ই ছিল সৎকর্মশীল।
46925117كانوا قليلا من الليل ما يهجعون
তারা রাতের সামান্য সময়ই ঘুমিয়ে কাটাত।
46935118وبالأسحار هم يستغفرون
আর নিশিভোরে তারা পরিত্রাণ খুঁজত।
46945119وفي أموالهم حق للسائل والمحروم
আর তাদের ধনসম্পদের মধ্যে ভিখারীর জন্য ও বঞ্চিতের জন্য হক্ রেখেছে।


0 ... 458.4 459.4 460.4 461.4 462.4 463.4 464.4 465.4 466.4 467.4 469.4 470.4 471.4 472.4 473.4 474.4 475.4 476.4 477.4 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

30823200343813133965402184128334341969