بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
40343864إن ذلك لحق تخاصم أهل النار
এটিই তো আলবৎ সত্য, আগুনের বাসিন্দাদের বাদপ্রতিবাদ।
40353865قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار
তুমি বলো -- ''আমি তো একজন সতর্ককারী মাত্র, আর আল্লাহ্ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই -- একক, সর্বজয়ী, --
40363866رب السماوات والأرض وما بينهما العزيز الغفار
''মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এ দুইয়ের মধ্যে যা-কিছু আছে তার প্রভু -- মহাশক্তিশালী, পরিত্রাণকারী।’’
40373867قل هو نبأ عظيم
বলো -- ''এ এক বিরাট সংবাদ, --
40383868أنتم عنه معرضون
''এ থেকে তোমরা বিমুখ হচ্ছ।
40393869ما كان لي من علم بالملإ الأعلى إذ يختصمون
''ঊর্ধ্বলোকের প্রধানদের সন্বন্ধে আমার কোন জ্ঞান নেই যখন তারা বাদানুবাদ করে।
40403870إن يوحى إلي إلا أنما أنا نذير مبين
''আমার কাছে প্রত্যাদিষ্ট হয়েছে এটি বৈ তো নয় যে, আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র।’’
40413871إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين
স্মরণ করো! তোমার প্রভু ফিরিশ্‌তাদের বললেন -- ''আমি নিশ্চয়ই কাদা থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি।
40423872فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين
''তারপর আমি যখন তাকে সুঠাম করব এবং আমার রূহ্ থেকে তাতে দম দেব তখন তার প্রতি সিজদাবনত হয়ে লুটিয়ে পড়ো।’’
40433873فسجد الملائكة كلهم أجمعون
তখন ফিরিশ্‌তারা সিজদা করল, তাদের সবাই একই সঙ্গে, --


0 ... 393.3 394.3 395.3 396.3 397.3 398.3 399.3 400.3 401.3 402.3 404.3 405.3 406.3 407.3 408.3 409.3 410.3 411.3 412.3 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

339245922117127956365147727616351883032