بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
40203850جنات عدن مفتحة لهم الأبواب
তথা স্থায়ী বসবাসের জান্নাত; তাদের জন্যে তার দ্বার উম্মুক্ত রয়েছে।
40213851متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب
সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফল-মূল ও পানীয়।
40223852وعندهم قاصرات الطرف أتراب
তাদের কাছে থাকবে আনতনয়না সমবয়স্কা রমণীগণ।
40233853هذا ما توعدون ليوم الحساب
তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্যে।
40243854إن هذا لرزقنا ما له من نفاد
এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না।
40253855هذا وإن للطاغين لشر مآب
এটাতো শুনলে, এখন দুষ্টদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঠিকানা
40263856جهنم يصلونها فبئس المهاد
তথা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে। অতএব, কত নিকৃষ্ট সেই আবাস স্থল।
40273857هذا فليذوقوه حميم وغساق
এটা উত্তপ্ত পানি ও পঁূজ; অতএব তারা একে আস্বাদন করুক।
40283858وآخر من شكله أزواج
এ ধরনের আরও কিছু শাস্তি আছে।
40293859هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالو النار
এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে। তাদের জন্যে অভিনন্দন নেই তারা তো জাহান্নামে প্রবেশ করবে।


0 ... 391.9 392.9 393.9 394.9 395.9 396.9 397.9 398.9 399.9 400.9 402.9 403.9 404.9 405.9 406.9 407.9 408.9 409.9 410.9 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

3477337256901280379523065664142924985919