بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
389437106إن هذا لهو البلاء المبين
''নিশ্চয়ই এটি -- এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’
389537107وفديناه بذبح عظيم
আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।
389637108وتركنا عليه في الآخرين
আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম --
389737109سلام على إبراهيم
ইব্রাহীমের প্রতি ''সালাম’’।
389837110كذلك نجزي المحسنين
এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
389937111إنه من عبادنا المؤمنين
নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
390037112وبشرناه بإسحاق نبيا من الصالحين
আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের -- একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।
390137113وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين
আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।
390237114ولقد مننا على موسى وهارون
আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম,
390337115ونجيناهما وقومهما من الكرب العظيم
আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।


0 ... 379.3 380.3 381.3 382.3 383.3 384.3 385.3 386.3 387.3 388.3 390.3 391.3 392.3 393.3 394.3 395.3 396.3 397.3 398.3 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

34608060524874604219672084951364007