بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
38633775ولقد نادانا نوح فلنعم المجيبون
আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।
38643776ونجيناه وأهله من الكرب العظيم
আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,
38653777وجعلنا ذريته هم الباقين
আর তাঁর সন্তান-সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল,
38663778وتركنا عليه في الآخرين
আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম --
38673779سلام على نوح في العالمين
সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম!
38683780إنا كذلك نجزي المحسنين
নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
38693781إنه من عبادنا المؤمنين
তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
38703782ثم أغرقنا الآخرين
আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
38713783وإن من شيعته لإبراهيم
আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।
38723784إذ جاء ربه بقلب سليم
স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, --


0 ... 376.2 377.2 378.2 379.2 380.2 381.2 382.2 383.2 384.2 385.2 387.2 388.2 389.2 390.2 391.2 392.2 393.2 394.2 395.2 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

1229537623212988528405125464937953669