بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
32242765قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون
বলো -- ''মহাকাশমন্ডলীর ও পৃথিবীর কেউই গায়েব সন্বন্ধে জানে না আল্লাহ্ ছাড়া।’’ আর তারা জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে।
32252766بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون
বস্তুতঃ তাদের জ্ঞান পরলোকে সীমিত হয়ে গেছে, বরং তারা এ বিষয়ে সন্দেহে রয়েছে, বস্তুতঃ এ সন্বন্ধে তারা অন্ধ।
32262767وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون
আর যারা অবিশ্বাস করে তারা বলে -- ''যখন আমরা ধূলো-মাটি হয়ে যাব এবং আমাদের পিতৃপুরুষরাও, -- আমরা কি তখন ঠিকঠিকই বহির্গত হব?
32272768لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين
''অবশ্যই ইতিপূর্বে এটি আমাদের ওয়াদা করা হয়েছিল -- আমাদের আর আগেরকালে আমাদের পিতৃপুরুষদেরও, নিঃসন্দেহ এটি সেকালের উপকথা বৈ তো নয়!’’
32282769قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين
বলো -- ''পৃথিবীতে পরিভ্রমণ করো, তারপর দেখো কেমন হয়েছিল অপরাধীদের পরিণাম!’’
32292770ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون
আর তাদের কারণে তুমি দুঃখ করো না, আর তারা যা ষড়যন্ত্র করছে সেজন্য তুমি মনঃক্ষুন্ন হয়ো না।
32302771ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
আর তারা বলে -- ''কখন এই ওয়াদা হবে, যদি তোমরা সত্যবাদী হও?’’
32312772قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون
তুমি বলো -- ''হতে পারে তোমরা যার জন্য তাড়াতাড়ি করছ তার কতকটা তোমাদের নিকটেই এসে গেছে।’’
32322773وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون
আর তোমার প্রভু নিশ্চয়ই তো মানুষের প্রতি করুণাসিন্ধুর মালিক, কিন্ত তথাপি তাদের অধিকাংশই কৃতজ্ঞতা জানায় না।
32332774وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون
আর নিঃসন্দেহ তোমার প্রভু অবশ্যই জানেন তাদের বুক যা লুকিয়ে রাখে আর যা তারা প্রকাশ করে।


0 ... 312.3 313.3 314.3 315.3 316.3 317.3 318.3 319.3 320.3 321.3 323.3 324.3 325.3 326.3 327.3 328.3 329.3 330.3 331.3 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

114895945526659053138330853665201135