بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
25382155قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين
তারা বললে -- ''তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ, না কি তুমি ঠাট্টাবিদ্রপকারীদের একজন?’’
25392156قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين
তিনি বললেন -- ''বরং তোমাদের প্রভু হচ্ছেন মহাকাশমন্ডলী ও পৃথিবীর অধীশ্বর যিনি এগুলো শুরুতেই সৃষ্টি করেছেন, এবং এসব সন্বন্ধে আমি সাক্ষ্যদানকারীদের মধ্যেকার।
25402157وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين
''আর আল্লাহ্‌র কসম, আমি অবশ্যই তোমাদের প্রতিমাদের সন্বন্ধে পরিকল্পনা গ্রহণ করব তোমরা যখন পিটটান দিয়ে ফিরে যাবে।’’
25412158فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون
তারপর তিনি তাদের টুক্‌রো টুক্‌রো করে ফেললেন তাদের বড়টি ছাড়া, যাতে তারা এর কাছে ফিরে আসতে পারে।
25422159قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين
তারা বললে -- ''আমাদের দেবতাদের প্রতি এ কাজ কে করেছে? নিঃসন্দেহ সে তো অন্যায়কারীদের একজন।’’
25432160قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم
তারা বললে -- ''আমরা এদের সন্বন্ধে একজন যুবককে বলাবলি করতে শুনেছিলাম, তাকে বলা হয় ইব্রাহীম।’’
25442161قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون
তারা বললে -- ''তাহলে তাকে লোকদের চোখের সামনে নিয়ে এসো, যেন তারা সাক্ষ্য দিতে পারে।’’
25452162قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم
তারা বললে -- ''হে ইব্রাহীম, তুমিই কি আমাদের দেবতাদের প্রতি এই কাজ করেছ?
25462163قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون
তিনি বললেন -- ''আলবৎ কেউ এটা করেছে, এই তো এদের প্রধান, কাজেই এদের জিজ্ঞেস করো, যদি তারা বলতে পারে।’’
25472164فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون
তখন তারা নিজেদের দিকে ফিরল এবং বললে -- ''নিঃসন্দেহ তোমরা নিজেরাই অন্যায়াচারী।’’


0 ... 243.7 244.7 245.7 246.7 247.7 248.7 249.7 250.7 251.7 252.7 254.7 255.7 256.7 257.7 258.7 259.7 260.7 261.7 262.7 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

32374870132353813022466232154941838175